অবতক খবর,২১ জানুয়ারি: ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং বলেন, আগেও আমি বলেছি এসব হ্যারাসমেন্ট করার জন্য ডাকছে। ইনভেস্টিগেশন এর জন্য ডাকলে এতবার ডাকার দরকার হয় না। কারণ ৩-৪ ঘন্টা এইরকম রেখে ইনভেস্টিগেশন করছে। একবার ডেকেই কেন সব কোশ্চেন করে নিচ্ছেন না, বারে বারে ডাকা হচ্ছে।

একজন প্রাক্তন সাংসদের কত কাজ থাকে মানুষকে একটা সেবা করার জন্য। মানুষের কোন কাজ যাতে না করতে পারেন তার জন্যই বারবার ডাকা হচ্ছে।

২০১৯ এর সময় ডাকার কথা ছিল পরে যখন সাংসদ বিজেপি থেকে তৃণমূলে চলে গেছে তখন আর তাকে ডাকা হয়নি। পরে যখন তৃণমূল থেকে আবার বিজেপিতে ফিরে এসেছেন তখন আবার এই কেসের জন্য ডাকা হচ্ছে।কর্মীদের ওপরে প্রেসার দেয়ার জন্যই এইসব কাজ করা হচ্ছে। যতদিন না ইলেকশন আসবে ততদিন এইরকম কাজ চলতেই থাকবে বলে জানান তিনি।