অবতক খবর,২৭ মার্চ,মালদা:- মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন রতুয়া বাস এন্ড মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠনের।মানিকচকে পথ দুর্ঘটনার ঘটনায় অবৈধভাবে বাস চালক এবং খালাসিকে গ্রেপ্তারের দাবিতে নুরপুরে রাজ্য সড়কের ওপর অবস্থান বিক্ষোভ।
এমনকি এই বিষয়ে সংগঠনের সভাপতি মানিকচক থানার আইসির সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার এবং রাস্তায় পেটানোর হুমকি দেন।ধৃত দুই জনকে নিঃশর্তভাবে খালাসের দাবিতে অবস্থানে বিক্ষোভ।