অবতক খবর,৫ সেপ্টেম্বরঃ মানিকচকের বাঁকিপুরে পথদুর্ঘটনায় মৃত দুই। জানা গেছে মালদা থেকে মানিকচকের দিকে একটি বাইক আসছিল। মানিকচক থেকে মোহনার দিকে ফাগু মন্ডল নামে এক ব্যক্তি ইভিনিং ওয়ার্ক করতে যাচ্ছিল। হঠাৎ করে বাইক এসে ফাগু মন্ডলকে ধাক্কা মারে এমনটাই স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে আহতদের মানিকচক হাসপাতালে নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে পথচারী ফাগু মন্ডল ও একজন বাইক আরোহী মারা গেছেন। ওপর একজন বাইক আরোহী গুরুতর আহত হয় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।