অবতক খবর,১৮ নভেম্বরঃ মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক কিশোরী।
দেহ ময়নাতদন্তের জন্য শক্তি নগর হাসপাতালে পাঠালো পুলিশ।
পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়,মৃত কিশোরীর বাড়ি পূর্বস্থলী থামার নীমদহ এলাকায়।

বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮ টায় বাড়িতেই কীটনাশক খায় বয়স ১৭-র কিশোরী।
গতকাল নবদ্বীপ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

আজ দেহটি ময়না তদন্তের জন্য শক্তি নগর জেলা হাসপাতালে পাঠালো পুলিশ।
পরিবার সুত্রে আরও জানা যায়,সপ্তাহ খানেক আগে পালিয়ে গিয়ে আগে বিয়ে করে।
গত কয়েক দিন আগে পূর্বস্থলী তানার দারস্থ হয় পরিবার, পুলিশ নাবালিকা কিশোরীকে উদ্ধার করে পরিবারে তুলে দেয় পুলিশ। তার পর গতকাল আত্মঘাতী হয় কিশোরী।









