অবতক খবর,২৯ নভেম্বর: পৃথিবীতে মানবতা,প্রেম,ভালোবাসা,সহানুভূতি,সহমর্মিতা এইসব শব্দ এখনও বেঁচে আছে।তাই তো পৃথিবী এখনো সুন্দর। মানব সেবা দিয়ে মানবতার অন্যতম নজির স্থাপন করলো কামারগছ গ্রামে সাবিনা নামে এক মহিলা। ঘটনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের সুজালি অঞ্চলের কামারগছ গ্রামের।
পোটটুগিরি নামে এক ব্যক্তি বিগত দশদিন ধরে কামারগছ গ্রামে ছিলেন এবং তার মানসিক অবস্থাও ঠিক ছিল না।পোটটুগিরি আরাউ বছর আগে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিল।।
পোটটুগিরির ছেলে রাজা কুমার গিরি জানান গত ২ বছর আগে কাজের সুত্রে পাঞ্জাব গিয়েছিল সেখান থেকে আসার সময় ট্রেনে নেশা জাতীয় দ্রব্য দিয়ে ট্রেনে থেকে ফেলে দিয়েছিল তার বাবাকে। তখন থেকে অসুস্থ ছিল। মানসিক অবস্থায় ভুগছিলেন এবং বাড়ি থেকে বের হয়ে গেছিলেন। বাড়ি থেকে বের হয়ে যাবার পর অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পায়নি।
আজ আমরা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কামারগছ গ্রামে পেয়েছি এতে অনেক খুশি। ধন্যবাদ জানাই এখনকার সাবিনা খাতুনকে, যে আমার বাবাকে তার জন্য আজ আমরা খুঁজে পেলাম।
এদিন কামারগঞ্জ গ্রামের সাবিনা খাতুন নামে এক মহিলা জানান এই লোকটা এলাকায় গুঁড়া ফেরা করত সবাই পাগল বলত এবং তার ভাষা কেঁউ বুঝতে পারতনা আমি তার সাথে কথা বলে বুঝাতে পারি যে তার নাম পোটটুগিরি বাড়ি বিহারের বেতিয়া জেলার শীরিপুর এলাকার।আমি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি।
তার পরিবারের সাথে যোগাযোগ হয়ে না উঠলে, সেখানকার সাংবাদিকদের সাথে কথা বলি এবং তাদেরকে বিষয়টা জানিয়েদি তারা সেখানে যোগাযোগ করে। তার পরিবারের সাথে আজকে যোগাযোগ করা হয়েছে। পটটুগিরির পরিবারের লোকজন এসেছে আজকে তার পরিবারের হাতে আমরা তুলে দিব এতে আমরা অনেক খুশি।
তবে স্থানীয় অঞ্চল প্রেসিডেন্ট আব্দুস সাত্তার জানান বিহারের বাসিন্দা একজন এলাকায় ঘুড়াফেড়া করছিল। সবাই পাগল বলে কথা বলতো না আমাদের অঞ্চলের মহিলা সমিতির প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলে বুঝাতে পারেন যে তার বাড়ি বিহারে তার পরিবারের সাথে যোগাযোগ করে।
আজকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিল এতে আমরা অনেক খুশি এবং ধন্যবাদ জানাই সাবিনা খাতুনকে। সাথে ইসলামপুর ব্লকের সহ-সভাপতি কামালুউদ্দিন সাবিনা খাতুন ও সাংবাদিকের ধন্যবাদ জানান।