রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া :: সম্প্রতি লাদাখ সীমান্তে ২০ জন সেনা জওয়ানের মৃত্যুতে গোটা দেশ শোকের ছায়া নেমে এসেছে এবং এই ২০ জনের মধ্যে ২ জন এই রাজ্যের বাসিন্দা। এই ঘটনার পরেই রাজ্য সরকারের তরফে ওই দুই শহীদ পরিবারকে ৫ লক্ষ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আজ হাওড়া জেলা সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মিথ্যে অতীতের মতোই আবার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার রাজনীতি করছেন। তিনি বলেন সম্প্রতি লাদাখ সীমান্তে চীনা বাহিনীর হাতে দেশের ২০ জন সেনা শহীদ হয়েছেন। তিনি আরো বলেন এই ঘটনাটি দুঃখজনক হলেও তাদের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি অভিযোগ করেন এই ঘটনা কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী রাজনীতি ও মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। তার আরো দাবি তিনি অতীতেও এভাবেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন । তিনি দাবি করেন এর আগে ২০১৬ সালে উড়ির ঘটনায় যখন এই রাজ্যের দুইজন শহীদ হয়েছিলেন। সেই দুইজন হাওড়ার বাসিন্দা ছিলেন। একজন হাওড়ার উলুবেরিয়ার ও অপরজন জগৎবল্লভ পুরের বাসিন্দা ছিলেন। এই জগৎ বল্লভ পুরের বাসিন্দা শহীদ গদাধর দোলুইয়ের পরিবারকেও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২ লক্ষ টাকা ও পরিবারের একজনের সরকারি চাকরি দেওয়া হবে। কিন্তু ৫ বছর হতে চললেও তার পরিবারের কাউকে সরকারি চাকরি দেওয়া হয় নি এবং ২ লক্ষ টাকা পুরো দেওয়া হয় নি, এখনো ৫০ হাজার টাকা বাকি আছে বলেই তিনি দাবি করেন। তিনি আরো বলেন মুখ্যমন্ত্রীর এই মিথ্যে প্রতিশ্রুতির রাজনীতির তিনি বিরোধিতা করছেন।
তিনি আরো দাবি করেন মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করুন এটাই তারা চান। শহীদ পরিবারকে নিয়ে কোনো রাজনীতি বিজেপি করে না বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন তারা চান না কোনোভাবে এই শহীদ পরিবারকে নিয়ে কোনো ছলচাতুরি যাতে না হয় কারণ এর নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য। পাশাপাশি তিনি আরো বলেন গঙ্গাধর দোলুইয়ের বিষয়টি তারা চিঠি দিয়ে জানাবেন মুখ্যমন্ত্রী কে। আর এই দুই শহীদ পরিবারের সাথে যাতে প্রতিশ্রুতি বজায় রাখা বয়সেই বিষয়ে তিনি অনুরোধ জানান মুখ্যমন্ত্রী কে।