অবতক খবর,৮ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে এডমিট ভুলে যাওয়ায় পুলিশের তৎপরতায় পরীক্ষা দিতে পারল এক পরীক্ষার্থী । জানা গেছে এদিন অংক পরীক্ষা ছিল ওই পরীক্ষার্থীর। পরীক্ষার্থীর নাম অরবিন সিংহ। ইসলামপুর হাই স্কুলের ছাত্র, তার পরীক্ষার সেন্টার পড়েছে চোপড়াঝার আদর্শ বালিকা বিদ্যালয়ে। জানা গেছে এদিন বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা সেন্টারে যাওয়ার সময় সে দেখে তার এডমিট আনতে ভুলে গেছে। এরপর ইসলামপুর বাস টার্মিনাসে ট্রাফিক পুলিশের হেল্প ডেকসে যোগাযোগ করলে তাকে বাইকে বসিয়ে বাড়ি থেকে এডমিট নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেয় পুলিশ কর্মী।

তবে পুলিশের এই কর্মকান্ডে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসলামপুর বাস টার্মিন আসে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে হেল্প ডেকসে বানানো হয়েছে এবং দুজন ট্রাফিক পুলিশ সেখানে উপস্থিত থাকেন যদি কোন পরীক্ষার্থীর অসুবিধা হয় দ্রুত সমাধান করার চেষ্টা করেন ট্রাফিক পুলিশ।