অবতক খবর,১০ ফেব্রুয়ারী: ১৪৭ জন ছাত্র ছাত্রী কে পরীক্ষার্থী কে পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠ ভাবে পৌঁছে দেওয়ার জন্য ১০ টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষা চলাকালিন ছাত্র ছাত্রী পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পুনরায় পরীক্ষা শেষে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারকেশ্বর পৌরসভা।পরীক্ষার্থীদের অভিভাবকরা পুরসভার এই উদ্দ্যোগে বেজায় খুশি।
পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু জানান তারকেশ্বর বাসীদের জন্য কোনো পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি না হয় সেদিকে সব সময় লক্ষ রাখা হয় পাশপাশি পরীক্ষার্থী দের চাপ মুক্ত করতে এবং পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠ ভাবে যাতায়ত করতে পারে সে কারণেই এই বিশেষ উদ্দ্যোগ।