অবতক খবর,১৫ ফেব্রুয়ারী :  মাধ্যমিক পরীক্ষার্থীদের মানসিক উৎসাহ বৃদ্ধিতে অভিনব উদ্যোগ নিল তৃণমূল যুব কংগ্রে সের কর্মী সমর্থকরা । নবগ্রামের অনন্তপুর হাই স্কুল চত্বরে পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল ও কলম তুলে দিয়ে নজির গড়লেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

জানা গেছে, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নির্দেশে এবং নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুধু পরীক্ষার্থীরাই নয়, কর্তব্যরত পুলিশকর্মী ও শিক্ষকদেরও সম্মান জানিয়ে তাঁদের হাতে পানীয় জল ও কলম তুলে দেওয়া হয়।

এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী থেকে অভিভাবক, সকলেই। পরীক্ষার্থীদের মতে, এই উদ্যোগ তাঁদের মানসিক শক্তি বাড়িয়ে তুলেছে। উপস্থিত ছিলেন মহুরুল অঞ্চলের যুব তৃণমূলের সভাপতি হাবিব শেখ সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।

তৃণমূল যুব কংগ্রেসের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন স্থানীয়রা।