অবতক খবর,১০ ফেব্রুয়ারী,নববারাকপুর : সোমবার থেকে শুরু হল ছেলে মেয়েদের জীবনের প্রথম কঠিন মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের স্কুলে প্রবেশের মুখে সহায়তা কেন্দ্র থেকে তাদের শুভেচ্ছা কামনায় হাতে একটি গোলাপ ফুল, কলম এবং ক্যাডবেরি লজেন্স তুলে দিলেন নিউ বারাকপুর থানার কর্তব্যরত পুলিশটিম।

মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে নববারাকপুর মাসুন্দা গার্লস হাই স্কুল এবং ওয়েস্ট কোদালিয়া আদর্শ শিক্ষাসদন বিদ্যালয়ের গেটের সামনে বসল পুলিশ সহায়তা কেন্দ্র। পরীক্ষার্থীদের আগামীর উজ্জ্বল ভবিষ্যত ও সফলতা কামনা করে প্রথম দিনে তাদের হাতে একটি গোলাপ, কলম চকলেট লজেন্স তুলে দিলেন থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক, লেডি কনস্টেবল ও সিভিক ভলান্টিয়াররা।থানার ওসি সুমিত কুমার বৈদ্য জানান নব বারাকপুরে এবছর ১২ টি বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী ১০১৫ জন।

প্রধান পরীক্ষা কেন্দ্র লেনিনগড় শিক্ষা নিকেতন হাই স্কুল সহ অন্যান্য তিনটি উপ কেন্দ্র হল সতীনসেন নগর হাই স্কুল, পশ্চিম কোদালিয়া আদর্শ শিক্ষা সদন, এবং মাসুন্দা গার্লস হাই স্কুল। সব পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানযট নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে।