অবতক খবর,৯ ফেব্রুয়ারি,বিরাটী : বৃহস্পতিবার দুপুরে রহড়া রামকৃষ্ণ মিশনের থেকে মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে একটি গাড়ি নিমতা মাঝেরহাটি অঞ্চল দিয়ে যাচ্ছিল। সেই সময় কয়েকজন বাইক আরোহীর সঙ্গে ওই গাড়িটির ধাক্কা লাগে। এরপরে বাইক আরোহীরা মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়ির নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীকে মারধর করে। এমনকি গাড়ি চালককেও মারধোর করা হয় বলে অভিযোগ। এখানেই থেমে না থেকে ওই বাইক আরোহী দুষ্কৃতীরা পুলিশ কর্মীর মোবাইল এবং ওই গাড়ির চাবি নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিমতা থানার পুলিশ। পরবর্তী সময় উত্তরপত্র কোন রকমে বার করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নিমতা থানার পুলিশ। গাড়িতে হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করল নিমতা থানার পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নিমতার মাঝেরহাটি অঞ্চলে মাধ্যমিকের উত্তরপত্র নিয়ে যাওয়া গাড়িতে হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করলো নিমতা থানার পুলিশ। ধৃতদের আগামীকাল শুক্রবার ধৃতদের আদালতে তোলা হবে। ধৃতরা হলেন রাজু সেন ওরফে বুলেট রাজু, সুমন সাহা ওরফে অভয়, অজয় ওরফে হুলো দাস। ধৃতরা প্রত্যেকেই নিমতার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।