অবতক খবর,১৬ ফেব্রুয়ারী,মালদা:- মাদক কারবারের প্রতিবাদ করায় তৃণমূল নেতার গাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। মালদার মানিকচক থানার এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামে ঘটনায় চাঞ্চল্য।
তৃণমূল নেতা তথা প্রাক্তন অঞ্চল সভাপতি শেখ তাফাজ্জুলের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ।
জানা গেছে রবিবার ভোর তিনটে নাগাদ গাড়ির চাকা ফোটার আওয়াজ শুনতে পায় তৃণমূল নেতা শেখ তাফাজ্জুল।
বাইরে এসে দেখতে পায় গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো গেলেও ততক্ষণে পুরো গাড়ি পুরে ছাই হয়ে যায়। বাড়ির পাশে গাড়ি রাখায় বাড়ির একটি জালনাও পুড়েছে।
তবে অল্পের জন্য বেঁচেছেন বাড়ির লোকজন।শেখ তাফাজ্জুলের অভিযোগ, এলাকায় মাদক কারবারের রমরমা বেড়েছে তার বিরুদ্ধে তিনি প্রতিনিয়ত রুখে দাঁড়িয়েছেন।
যার ফলে ক্ষতির মুখে পড়েছে মাদক কারবারিরা, সেই আক্রোশেই এই ঘটনা ঘটাতে পারে বলে অনুমান। আমি সমস্ত বিষয়টি পুলিশকে জানিয়েছি।ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিস।পুরো ঘটনার তদন্ত শুরু করছে মানিকচক থানার পুলিশ।