অবতক খবর,২ এপ্রিল: বিগত লোকসভা নির্বাচনে দেওয়া খেলার মান উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ পার্থ ভৌমিক, আর সেই সংসদের প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পথে নামলো নৈহাটির বিধায়ক সনৎ দে। বুধবার নৈহাটি পৌরসভার চার নম্বর ওয়ার্ড এর গরিফা যুব সংঘের রং খেলার মাঠে মাটি ফেলে নতুন করে সংস্কারের কাজে এগিয়ে আসলেন বিধায়ক।
আর এই মাঠের সংস্করণের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে আসলেন বিধায়ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সনৎ দে জানান বর্তমানে ছোট ছোট ছেলে মেয়েদের মাঠ মুখি কি করে তুলতে এই ধরনের মাঠ কে নতুনভাবে সংস্করণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। তার পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সুশান্ত সরকার জানান মাঠকে উপযুক্ত করে তোলার সাহায্যের জন্য সংসদ সহ বিধায়ক কে ধন্যবাদ জানান।