অবতক খবর,১৭ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মঙ্গলবার সাংবাদিকদের সামনে মাটি মাফিয়া এবং বালি মাফিয়াদের বিরুদ্ধে মুখ খুললেন, এবং জানালেন এ বিষয়ে তিনি নবান্ন অভিযোগ জানিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে নবান্ন থেকে বিএলআরও, এসডিএলআরও এবং এটিএমকে বালি পাচার এবং মাটি পাচার রোখার জন্য নির্দেশ দেয়া হয়েছে নবান্ন থেকে যার একটি চিঠিও নবান্ন থেকে বিধায়ককে পাঠানো হয়েছে। মেদিন তিনি বলেন ওই ব্লকেরই আখাই দিঘির পাহাড় এলাকায় দেদার মাটিকাটা হচ্ছে এবং ওই ব্লকের বিভিন্ন এলাকায় মৌরাক্ষী এবং কোন নদীতে দেদার ভাবে বালি পাচার চলছে, বিএলআরও এবং ওসি সব জেনেও চুপ রয়েছেন।