অবতক খবর,১৮ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মাটি চুরির ঘটনার অভিযোগে মাটি বোঝাই ট্রাক্টর সহ একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত সোমেশ্বর মান্ডি, মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের ধান্য খেরুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যা নাগাদ নদী সংলগ্ন এলাকার জায়গা থেকে অবৈধভাবে মাটি তুলে ট্রাক্টর বোঝাই করে মাটি আনার সময় মেমারি মালডাঙ্গার রাস্তায় ফতলপুর মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ট্রাক্টরটিকে আটক করে একজনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ।

ধৃত কে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।
পাশাপাশি মন্তেশ্বর ব্লকের বাঘাসন পাকুরমুরি মোর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ চোলাই মদ কারবারি কে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০লিটার চোলাই মদ। মদ কারবারিকেও আজ কালা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।