প্রভাতী ও ভাটিয়ালি গানের লোকশিল্পী
অমর পালের জন্মদিনে শ্রদ্ধা

মাটির গন্ধে জীবনের ছন্দে
তমাল সাহা

গানের জীবন, জীবনের গান
পরিপূরক হয়ে ওঠে, দেখি তোমার মুখ।
পল্লির দৃশ্য ,মাটির সোঁদা গন্ধ
দোল খায় তোমার গানে
নেচে উঠে আমাদের বুক।

ভোরাইয়ের গানে তুমি মানুষ জাগাও
পুরবাসী!পুরবাসী!
জীবনের এই নমনীয় ডাক ঘুরে যায়
পথপ্রান্তের বাঁক।
ভাটিয়ালি লোকগীতিতে শ্রমজীবনের সুর
গানের রেশ ছন্দে ছন্দে যায় বহুদূর…

সুরের মধ্যে জীবন সত্য খুঁজে পাই
দেখি বাস্তবতা— কতই রঙ্গ দেখি দুনিয়ায়।
তোমার গানে শুনি, শচীর আঙ্গিনায় গৌর চাঁদ নাচিয়া বেড়ায়।
সারা জীবন খুঁজে যাই,
কোন সে অচিন গ্রামের কন্যা গো তুমি!
তোমারে এখনো চিনতে পারি নাই।

দেশ জননী মানুষ ফাঁদ পেতেছে
গানের সুরে সুরে।
এড়াই তোমায কেমন করে,
বাঁচি সঙ্গ করে।