স্বাধীনতার ৭৫-তম বর্ষঃ পর্ব ৮

মাটির কলসিতে জল ছিল, স্বাধীনতা ছিল না
তমাল সাহা

জীবন কোথায় ছিল জানিনা, পানীয় জল ছিল মাটির কলসির ভেতর।
তৃষ্ণার জল ছিল মাটির কলসিতে ভরা‌
জল যদি জীবন হয় তবে তাও ছিল মাটির কলসির পেটের গভীরে।
তবে সেখানে স্বাধীনতা বলে কোন জিনিস ছিল না।

কিশোর ছেলেটি ন’বছর বয়স
ক্লাস থ্রি-তে পড়ে।
দলিত কি, দলিত কাকে বলে সে কি বোঝে!
সে তো জানে মাস্টারমশাই তার শিক্ষাগুরু তাকে খুবই ভালোবাসে।

জল খেতে পারেনি সে,
মাটির কলসিটি শুধু পেরেছিল ছুঁতে।
তুই ব্যাটা, উঁচু জাতের জলপাত্রে হাত দিস
মারের চোটে গেল মরে
রইলো পড়ে হাসপাতাল বিছানাতে।

ঘটনা ২০ জুলাই, ২০২২
পাঠশালার নাম সরস্বতী বিদ্যামন্দির
সুরানা গ্রাম ,জালোর, রাজস্থান।

স্বাধীনতার ৭৫ বছর
কী জোরে উড়ছে তিরঙ্গা পতাকা!
ড্রাম বিউগলে বেজে ওঠে বন্দেমাতরম গান!

আমি ভদ্রকবি গালে হাত দিয়ে দেখি
লেগে আছে কিশোরটির পাঁচ আঙুলের দাগ।
তোমাদের কোন প্রতিবাদ নেই কলমে শব্দ সাজাও শুধু পদ্যরাগ!