অবতক খবর,৭ এপ্রিল,নদিয়া:নবদ্বীপে ভাগীরথী নদীতে নৌকা থেকে এক ছাত্রীর ঝাপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।

পরিবার সুত্রে জানা যায় ওই ছাত্রীর নাম বর্নালী দাস, পিতা বলরাম দাস, বাড়ি শহরের চার নং ওয়ার্ডের বনিকনগর এলাকায়,।

পরিবারের দাবী রবিবার বিকেলের পর বাড়ি থেকে সাইবার ক্যাফেতে যাবার নাম করে বেরোয়, ও রাত্রী সারে সাতটার পর মায়াপুর পুলিশ ফারির ফোন পেয়ে জানতে পারে বর্নালী দাস মাঝ গঙ্গায় নৌকা থেকে ঝাপ দিয়েছে।

সুত্রের খবর, ঘটনাটি ঘটার পর ফেরিঘাট কতৃপক্ষ নৌকানিয়ে তৎপরতার সাথে খোঁজাখুজি করলেও খোজ মেলেনি বর্নালী দাসের।

অন্যদিকে সোমবার সকাল থেকে বর্নালী দাসের খোঁজে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।

সামগ্রিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।