অবতক খবর,৪ জানুয়ারি: ডাকাতির অভিযোগে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করলো আরও দুজনকে। বেশ কিছুদিন ধরে দুবরাজপুর থানার পুলিশ এই দুজনকে খুঁজছিল। তাঁদের নাম নিশিকান্ত গোপ, বাড়ি ঝাড়খণ্ডের বাগডহরি থানার মুরাবেড়িয়া গ্রামে এবং অন্যজনের নাম গৌতম মন্ডল, বাড়ি দুবরাজপুরের খয়েরবন গ্রামে। আজ সকালে দুবরাজপুরের মাজুরিয়া জঙ্গলের রাস্তায় এদের দুজনকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপরেই দুবরাজপুর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে।
তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ডাকাতির অভিযোগে দুবরাজপুরের পন্ডিতপুর পেট্রোল পাম্পের কাছে তিনজনকে ধরেছিল দুবরাজপুর থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই দুজনের নাম পাওয়া যায়। আজ সকালে দুবরাজপুর থানার পুলিশ খবর সূত্র মারফত জানতে পারে যে, ঐ দুজন দুষ্কৃতী মাজুরিয়া জঙ্গলের রাস্তায় সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে রয়েছে।
এরপরেই পুলিশ গিয়ে তাদেরকে গ্রেফতার করে। আজ তাঁদের দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। এদিন দুবরাজপুর আদালতের বিচারক ধৃতদের জামিন খারিজ করে ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে।