অবতক খবর :: রায়গঞ্জ ::    বুধবার গভীররাতে ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর মাছের গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই মাছের গাড়ির চালকসহ ৩ জন আরোহী মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে সরিয়ে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল যাতে বিঘ্নিত না হয়,তার ব্যবস্থা করার পাশাপাশি মৃতদেহগুলো ইসলামপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে শুধুমাত্র চালকের নাম জানা গিয়েছে। (উত্তম হালদার – ২৬)।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পরে গঙ্গারামপুর থেকে একটি ছোট গাড়ি মাছ নিয়ে জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি রওনা হয় , বৃহস্পতিবার সকালে তাদের ইসলামপুর থানা থেকে জানানো হয় যে গাড়িটি এলাকায় কাল রাতে অ্যাক্সিডেন্ট করেছে এবং ঘটনাস্থলে তিনজন মারা গেছে, তিনজনের মৃতদেহ ইসলামপুর মহাকুমা হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।