অবতক খবর,৪ ডিসেম্বর: দাদার মারে মৃত্যু হয় ভাইয়ের। আর এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ২৯ নম্বর রেলগেট সন্নিহিত শান্তিনগরে। মৃতের নাম মহেন্দ্র সাউ । তিনি পেশায় টোটো চালক ছিলেন। যদিও ঘটনার দিন থেকে পলাতক ছিলেন অভিযুক্ত দাদা। স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির কলতলায় স্নান করছিলেন মহেন্দ্র সাউ। স্নান করার সময় জল ছিটকে তাদের দুয়ারে গিয়ে পড়ে।
এরপর স্ত্রীর কথা শুনে রেগে গিয়ে ভাই মহেন্দ্রকে ঘর থেকে টেনে লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করেন বিনোদ সাউ। দাদার মারে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনেই লুটিয়ে পড়েন মহেন্দ্র। চিকিৎসার জন্য তাকে তৎক্ষনাৎ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার একটি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। শনিবার রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় মূল অভিযুক্ত বিনোদ সাউ ভাটপাড়া থানার পুলিশ। এছাড়াও বিনোদের স্ত্রী ও মেয়েকেও গ্রেফতার করেছে পুলিশ। আজ ধৃতদের ৭দিনের পুলিশি হেফাজতে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।