অবতক খবর,১৬ ফেব্রুয়ারী : খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের উদ্যোগে মহিষপোতাবাসীর দীর্ঘদিনের দাবী ছিলো মহিষপোতা থেকে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা চালু করার। শনিবার দুপুরে বিধায়ক তথা কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের হাত ধরে মহিষপোতা থেকে বাবুঘাট পর্যন্ত ৭৮/১/২ বাসের নতুন সম্প্রসারিত রুটের শুভ উদ্বোধন হলো স্থানীয় মহিষপোতা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকের সম্মুখে।
সবুজ পতাকা উড়িয়ে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী,বিলকান্দা ১ গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান প্রবীর দাস, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস, অধ্যাপক শ্যামাপদ রায় সহ বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্যা সহ এলাকার বিশিষ্টজনরা।
এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল অঞ্চল থেকে একবাসে কলকাতা পৌছানোর। আজ বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের উদ্যোগে ও বিলকান্দা ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাসের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকাবাসীর এই স্বপ্ন পূরণ হলো। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।