অবতক খবর,৬ মেঃ মহিলা যাত্রীর সঙ্গে ফোনে অশালীন আচরণ করে ধৃত ওলা চালক। কলকাতা বিমানবন্দর থেকে অভিযুক্ত ওলা চালককে গ্রেপ্তার করে এনএসসিববিবআই এয়ারপোর্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ৩০ এপ্রিল খড়দহের বাসিন্দা এক মহিলা, এনএসসিবিআই এয়ারপোর্ট থানায় এক ওলা চালকের বিরুদ্ধে টেলিফোনে অশালীন মন্তব্য করার অভিযোগ দায়ের করে। ওই মহিলার অভিযোগ, ২৯ এপ্রিল রাতের বিমানে দিল্লি থেকে কলকাতা আসেন তিনি। এরপর খড়দহের বাড়িতে ফেরার জন্য ওলা গাড়ি বুক করে। অভিযোগ ওই মহিলাকে ফোন করে ওলা গাড়ির চালক। এরপরই ভাড়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মহিলার দাবি অভিযুক্ত ওলা চালক টেলিফোনে তাকে অশালীন মন্তব্য করে। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশ। শুক্রবার ওই ওলা চালক কলকাতা বিমানবন্দরে এলে, তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত ওলা চালকের নাম চন্দন কুমার যাদব। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে।