অবতক খবর,৯ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মহিলা বান্ধব পঞ্চায়েত গঠনের লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্যদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে মন্তেশ্বরে।
মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে দুইদিনের এই প্রশিক্ষণে মন্তেশ্বর ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের মহিলা সদস্য সহ মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস, যুগ্মবিডিও সোমনাথ সাউ পঞ্চায়েত দপ্তরের আধিকারিক এবং কালনা সাবডিভিশন থেকে আসার আইএসডিপি সেলের দুইজন প্রশিক্ষক এই দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শিবিরে উপস্থিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির উপ সচিব ষষ্ঠী কুমার প্রধান জানান পঞ্চায়েতগুলিকে মহিলা বান্ধব গড়ে তোলার লক্ষ্যে মহিলাদের পঞ্চায়েতের কি কি দায়িত্ব ও কর্তব্য এবং মহিলা সদস্যদের কিভাবে পঞ্চায়েতের কাজে লাগানো হচ্ছে সে সমস্ত বিষয়গুলি এদিনের প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়েছে। মহিলাদের পঞ্চায়েতের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে বলেও জানিয়েছেন তিনি। নারী ও শিশু সম্পর্কিত বিষয়গুলিতেও মহিলাদের নজরদারি দায়িত্ব রয়েছে বলে জানান তিনি।