অবতক খবর,১৯ অক্টোবর,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান: গলার নলি কেটে মহিলা খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।

দিন কয়েক আগে ভিন্ন রাজ্য থেকে চাষের কাজে আসা সোনামণি হেমব্রম বয়েস ৪৫ নামে এক মহিলার নলি কাটা দেহ উদ্ধার হয়েছিল মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের নতুনগ্রামের এলাকার এক কৃষকের খামারবাড়ি থেকে। গ্রেপ্তার করা হয়েছিল ওই মহিলা সঙ্গে থাকা দক্ষিন দিনাজপুরের তপন এলাকার বাসিন্দা মানিক ভুঞ্জা নামে এক যুবককে । মন্তেশ্বর থানা পুলিশ জানান ধৃত মানিককে আদালতে তুলে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ও খুনের পুনর্নিমান করে গতকাল বুধবার ঘটনাস্থলের কাছে একটি ঝোপ থেকে কাঠের বাট যুক্ত প্রায় নয় ইঞ্চি লম্বা ছুরি উদ্ধার করা হয়েছে। ধৃত মানিকে পুলিশ হেফাজতে থাকার পর আজ তাকে পুনরায় কামলা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।