অবতক খবর,১ সেপ্টেম্বরঃ বন্ধুর মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল এক যুবকের,এবার সেই মহিলার বাড়িতে ভাঙচুর আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পোলবার মণিপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,পোলবার আকনা গ্রাম পঞ্চায়েতের মনিপুর গ্রামে গত মার্চ মাসের ১১ তারিখে বছর কুড়ির যুবক সুব্রত মালিকের অস্বাভাবিক মৃত্যু হয়।ওই যুবকের বন্ধুর মা প্রতিবেশী এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরী হয়।যা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি হয়।চাপা অশান্তি চলছিল।হঠাৎ একদিন যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পুকুর পাড়ে একটি গাছ থেকে।ময়নাতদন্তে রিপোর্টে এটি আত্মহত্যার ঘটনা বলে জানা যায়।এরপর মহিলার ভাসুর সেখ আমজাদ আলি মন্ডলের ধানের বীজতলা নষ্ট করে দেওয়া হয়।মহিলার পরিবার এই ঘটনায় পুলিশে অভিযোগ জানায়।হাইকোর্টেরও দারস্থ্য হয়।আজ থানায় দেখা করার সমন নিয়ে সুব্রতর বাড়িতে যায় এক সিভিক ভলেন্টিয়ার।সমন দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠে তরুনের পরিবার।তাদের ছেলে মারা গেছে আবার তাদের বিরুদ্ধেই মামলা কেন,এই অভিযোগ তুলে মহিলার বাড়িতে চড়াও হয়।চলে ভাঙচুর,একটি মারুতি গাড়ি একটি বাইক আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হয়।উত্তেজনা ছড়ায়।পোলবা থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।পুলিশ পিকেট বসানো হয়েছে মনিপুর গ্রামে।