অবতক খবর,২৯ নভেম্বর: বেলঘড়িয়া কামারহাটি পৌরসভার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডে সন্ধ্যাবেলায় এক মহিলার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামী সহ কয়েকজনের বিরুদ্ধে। এলাকায় চাঞ্চল্য। শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে আর্য নগর অনুপমা রোডে।

জানা গেছে, ওই মহিলা টিটাগড় বিবেক নগরের বাসিন্দা। বেলঘড়িয়া বাজার করতে বা আত্মীয়র বাড়িতে এসেছিল। সেই সময় যখন আর্য নগর মধ্যে দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, তখনই তার স্বামী এবং তার সাথে থাকা অন্য দুই বন্ধু সহ মোট তিনজন জনে মিলে তার গায়ে কোন ধার্য পদার্থ ঢেলে দেয় এবং তারপরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।
আগুনে গায়ের প্রায় বেশিরভাগ অংশ পুড়ে যায়।

মহিলার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার মানুষ বেরিয়ে পড়ে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এলাকার মানুষরা স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, পড়ে সেখান থেকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে ওই মহিলার শরীরের ৭০ শতাংশ অগ্নিগ্ধ হয়েছে। আশঙ্কা জনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ওই মহিলা।

তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ।