অবতক খবর,৯ ডিসেম্বর,মালদা:- মহিলাদের নিরাপত্তা বাল্যবিবাহ প্রতিরোধ সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। সোমবার মালদা কালেক্টরেট বিল্ডিং-এর কনফারেন্স রুমে সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতেই মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সেখানেই বিভিন্ন বয়সী মহিলাদের বিধবা এবং বার্ধক্য ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে । বাদ যায় নি লক্ষী ভান্ডারের বিষয়টিও। এছাড়াও বাল্যবিবাহ নিয়েও বৈঠকের মধ্যে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে একজন মহিলা আধিকারিককে।

তাঁর বক্তব্য, গত চার বছরের ব্যবধানে মালদায় প্রায় ৪০০টি বাল্যবিবাহ সংক্রান্ত মামলা হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কারা রাজ্য সরকারের নানান প্রকল্পের পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন না, সেইসব বিষয়গুলিও তদারকি করে দেখা হবে।