অবতক খবর,১৯ ডিসেম্বর,অভিষেক দাস,মালদা:- মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে নয়া উদ্যোগ তৃণমূলের কাউন্সিলরের। মহিলাদের নিরাপত্তায় ব্যক্তিগত উদ্যোগে ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ৭০ টি সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নিল স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা।

দ্রুত গতিতে সেই কাজ শুরু হয়। ইংরেজবাজার পৌরসভার ভৌগোলিক অবস্থা, একদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রেললাইন, অন্যদিকে জাহাজ ফিল্ড ময়দান এবং আরেক প্রান্তে কোতোয়ালি আমবাগান। এই পরিস্থিতিতে মহিলাদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন অলি গলিতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করেন স্থানীয় কাউন্সিলর। কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মহিলারা ও পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

বিগত দিনে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় উঠে এসেছে মহিলাদের উপর নির্যাতন ও খুনের ঘটনা। বেশ কিছু ক্ষেত্রে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের সনাক্ত করা হয়। কিছুদিন আগেও মালদা জেলাতেও এক কিশোরীর ওপর ঘটেছিল নির্মম ঘটনা। গলা কেটে খুন করা হয়েছিল ওই স্কুল ছাত্রীকে। সে ক্ষেত্রেও সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সিসি ক্যামেরা নিরাপত্তার জন্য কতটা প্রয়োজন তা টের পেয়েছিল পুলিশ প্রশাসন। গত আড়াই বছর আগে ইংরেজবাজার পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হন সুজিত সাহা। রাস্তা, জল আলোর পাশাপাশি মহিলাদের নিরাপত্তা দিতে সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ গ্রহণ করেন সুজিত বাবু।

তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মহিলারা।
সুজিত বাবু বলেন, ওয়ার্ডের এলাকা জুড়ে মোট ৭০ টি সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করেন তিনি। মহিলাদের নিরাপত্তার পাশাপাশি বহিরাগতদের উপর নজরদারির জন্য বসানো হয় সিসি ক্যামেরা। তিনি বলেন ওয়ার্ডের ভৌগোলিক স্থান, একদিকে রেললাইন, একদিকে জাহাজ ফিল্ড এবং অন্যদিকে কোতোয়ালি আম বাগান। তাই মহিলাদের নিরাপত্তার পাশাপাশি অসামাজিক কাজকর্ম রোখার জন্য বসানো হয় সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা মনিটরিং করা হবে ইংরেজবাজার থানা থেকে।

মহিলাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর উদ্যোগকে সাধুবাদ জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, কিছুদিন আগে মালদার এক ছাত্রীকে গলা কেটে খুন করা হয়েছিল। সেই ক্ষেত্রে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তাই মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ ভালো।
স্থানীয় কলেজ পড়ুয়া থেকে মহিলারা সকলেই নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর উদ্যোগকে সাধুবাদ জানান।