অবতক খবর,২০ জানুয়ারি: মহিলাদের খো খো বিশ্বকাপ ২০২৫ জিতল ভারতের মেয়েরা। প্রতিবেশী নেপালের বিরুদ্ধে পরিকল্পনা, দুরন্ত গতি এবং দক্ষতার মিশেলে এক দাপুটে পারফরম্যান্সে খেতাব এল ভারতের ঘরে। রবিবার ইন্দিরা গাঁধী ইন্ডোর স্টেডিয়ামে খেতাবি ম্য়াচে নেপালকে ৭৮-৪০ স্কোরলাইনে পরাজিত করে।

কোয়ার্টার ফাইনালে পড়শি বাংলাদেশকে হারায় ভারত। সেমিফাইনালে ফের একবার দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত। শেষমেশ নেপালকে হারিয়ে খো খোতে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। অংশু কুমারি ম্যাচের সেরা অ্যাটাকার হন। নেপালের ধানি সেরা ডিফেন্ডার হয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চরিথা বি।