অবতক খবর,২২ আগস্টঃ ২০১৯ সালে যেখানে মহাম্মদ আলী পার্কের একাংশে ওয়াটার রিজার্ভারে অংশ ভেঙে পড়ে তারপর থেকেই রক্ষণাবেক্ষণের নামে সেখানে দুর্গাপূজা বন্ধ করে দেওয়া হয় কলকাতা পুরসভার পক্ষ থেকে। প্রতিবারের মতো এবারও মহাম্মদ আলী পার্কের যে কোনো একটি দিকে সলিড অংশে পূজা প্যান্ডেলের কাঠামো তৈরি করে দুর্গাপুজো করতে চায় পূজা উদ্যোক্তারা।
যদিও ভগ্নপ্রায় রিজার্ভারের অবস্থার কারণে, সাধারণ মানুষের জীবনের সুরক্ষার প্রশ্নকে সামনে রেখে আদপেই মহাম্মদ আলী পার্কের রক্ষণাবেক্ষণের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে পূজো করার অনুমতি দিতে চায় না কলকাতা পুরসভার ডিজি ওয়াটার সহ পুরো কর্তৃপক্ষ।
এদিনের বৈঠকের শেষে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা পুরো আধিকারিকরা এবং মহাম্মদ আলী পার্ক দুর্গাপূজা কমিটির সদস্যরা যৌথভাবে জয়েন্ট ইন্সপেকশন এ সামিল হবেন। এই জয়েন্ট ইন্সপেকশন এর মাধ্যমে সমস্ত দিক খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এবছর সেখানে দুর্গা পুজো করা সম্ভব হবে কিনা।
কলকাতা পুরসভার পক্ষ থেকে যদিও আগামী এক বছরের মধ্যে এই রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে আগামী ২০২৩ এ যাতে সেখানে দুর্গা পুজো করা যায় তার জন্য সচেষ্ট হবে কলকাতা পুরসভা এমন আশ্বাস মিলেছে বলেও এদিন জানালেন- মোহাম্মদ আলী পার্ক দুর্গাপূজা কমিটির সহ-সম্পাদক অশোক ওঝা।