অবতক খবর,৩ অক্টোবরঃ পুনর্ভবা ও টাঙ্গন নদীর পাশাপাশি মহানন্দা নদীর জল স্তর ক্রমশ বেড়েছে। ইতিমধ্যে বামন গোলা ব্লক গাজোল ব্লক বিস্তীর্ণ এলাকায় নদীর জলে বন্যায় প্লাবিত হয়েছে। মহানন্দা নদীর জল বাড়ায় নদীর তীরবর্তী এলাকা গুলিতে জল ঢুকে পড়েছে প্লাবিত হয়েছে এলাকাগুলি। ইংরেজবাজার পৌরসভার 10,8,9, নম্বর ১২ নম্বর ওয়ার্ড ইতিমধ্যে মহানন্দা নদীর জলে প্লাবিত হয়েছেl
প্রায় এক মাস পার হয়ে গেলেও এখনো মহানন্দার তীরবর্তী এলাকার বাসিন্দারা জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে ইংরেজবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ন মন্দিরও জলমগ্ন এলাকার মানুষ রীতিমত জলের উপর দিয়ে চলাফেরা করছেন আবার ইতিমধ্যেই ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে প্লাবিত এলাকার জলবন্দী নাগরিকদেরকে অস্থায়ীভাবে বিবেকানন্দ স্কুল ময়দানের পাশে রাখার ব্যবস্থা করা হয়েছে অনেককে আবার স্কুলেও রাখার ব্যবস্থা করা হয়েছে কম করে প্রায় ৫০০টি ঘর জলবন্দী অবস্থায় রয়েছেll তবে জেলা আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে আগামী আরও দুই থেকে তিন দিন নিম্নচাপের ফলে জেলায় বৃষ্টিপাত হবে সে ক্ষেত্রেও জল বাড়বে বলে আশঙ্কা করছেন পৌর নাগরিকরা l
অন্যদিকে পুরাতন মালদা পুরসভার টা মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে এর ফলে নদীর জলে জলবন্দি পুরাতন মালদা পুরসভার ৮,৯,২০ নম্বর ওয়ার্ড জলবন্দী l বেশ কয়েকদিন জলবন্দী হলেও এলাকার বাসিন্দারা যাতায়াত ঠিকমতো করতে পারছেন না। ঘরবাড়িতে জল জমে থাকায় অনেকে তালা মেরে অন্যত্র চলে গিয়েছেন। আর তার ওপর বাড়ছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব। এই জলবন্দী অবস্থার মধ্যেও পানীয় জল সঠিক ভাবে মিলছে না।
ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান মহানন্দা নদীর তীরবর্তী এলাকার বসবাসকারী পৌর নাগরিকদেরকে ইতিমধ্যে সরিয়ে নিয়ে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে এলাকার বেশকিছু স্কুলেও তাদের রাখার ব্যবস্থা হয়েছে অন্যদিকে ইংলিশবাজার শহরের তিন নম্বর ২৫ নম্বর ২৯ নম্বর ওয়ার্ডেও এখন জল রয়েছে আমরা সেদিকে নজর রাখছি ইতিমধ্যে জাতীয় সড়কের ধারে একটি ড্রেন কাজ চলছে এবং সে দিক দিয়েই শহরের জমা জলগুলি বার করানোর চেষ্টা করা হচ্ছে আশা করা যায় খুব দ্রুত জল গুলি বেরিয়ে যাবেl
অন্যদিকে এ বিষয়ে ইংলিশবাজার পৌরসভা কে খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা বিজেপির কাউন্সিলর অম্লান ভাদুড়ি জানান। মহানন্দা তীরবর্তী যে এলাকা যে এলাকা প্রতি বছরের বর্ষার সময় ডুবে যায় পৌরসভা উচিত একটি ফ্লাড সেন্টার করে দেওয়ার পৌরসভা বহু বছর ধরে বলছে কিন্তু কাজে কাজ করছে না পাশাপাশি প্রশাসন যদি একটি বাঁধের ব্যবস্থা করে দেয় তাহলে এই ওয়ার্ডগুলি মহানন্দা তীরবর্তী এলাকার মানুষ আর প্লাবিত হবে না।