অবতক খবর,১৫ জুলাই: চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দীঘলগাঁও কান্ডে মামলা ধামাচাপা পুলিশের চেষ্টা ও মহম্মদ সেলিম এর নামে অসত্য মামলা প্রত্যাহারের দাবিতে সিপিআইএমের কর্মসূচি ঘিরে উত্তেজনা। ইসলামপুর এসপি অফিসের সামনে ব্যারিকেড ভেঙে এসপি অফিসের ঢোকার চেষ্টা সিপিআইএম কর্মীদের।

পুলিশের সাথে ধস্তাধস্তি, ঘিরে ইসলামপুর এসপি অফিসের সামনে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন।

সিপিআইএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক জানিয়েছেন, চোপড়ার দীঘলগাঁও এলাকার ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এর নামে অসত্য মামলা রুজু করেছে পুলিশ। এছাড়াও ইসলামপুর মহকুমা জুড়ে যে ভাবে দিনের পর দিন ঘটনা ঘটে যাচ্ছে।

এতে গোটা মহকুমা অরাজকতা সৃষ্টি হয়েছে। এবং বিহার থেকে দুষ্কৃতীরা এসে এখানে আড্ডা জমাচ্ছে। পুলিশকে এই সবের বিরুদ্ধে কোঠার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি না হয় তাহলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান তিনি।