অবতক খবর :: শিলিগুড়ি :: বিভিন্ন দাবীতে মহকুমা শাসকের কাছে শ্মারকলিপি দেবার সময় গ্রেপ্তার চার কংগ্রেস নেতা। জানা গিয়েছে, সোমবার পরিযায়ী শ্রমিক সহ লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া সাধারন মানুষদের ফিরিয়ে আনার দাবিতে দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোকেশ চক্রবর্তীর নেতৃত্বে শিলিগুড়ি মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস কর্মীরা। সেইসময় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে বিধায়ক শংকর মালাকার থানায় গিয়ে ব্যাক্তিগত জামিনে তাদের মুক্ত করান। পুলিশের এহেন ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন শংকর মালাকার।









