অবতক খবর,৮ ফেব্রুয়ারী,ইসলামপুর: মহকুমা অফিস ক্রীড়া সংস্থার উদ্যোগে লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের এর আয়োজন করা হয় কোট ময়দানে।
উপস্থিত ছিলেন পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে সহ পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন।
মহকুমা অফিস ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করে খেলার শুভ সূচনা হয়।
পুলিশ সুপার জবি থমাস কে বলেন এখানে আসতে পেরে ভালো লাগছে এখানে টিম অংশগ্রহণ করেছে তার সঙ্গেও এসেছি এবং উদ্বোধনী প্রোগ্রামে এসেছে।
মহকুমা অফিস ক্রীড়া সংস্থার সম্পাদক সুকুমার দাস বলেন কোভিড কারণে দীর্ঘদিন এই খেলা বন্ধ ছিল। দশটি টিম অংশগ্রহণ করেছে।
তবে এই খেলার বৈশিষ্ট্য কিন্তু অফিস কর্মচারীরা খেলে তাই ছুটির দিনগুলিতেই এই খেলা হবে ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 16 ই ফেব্রুয়ারি। দীর্ঘদিন পর আবার এই খেলা শুরু হওয়ায় অফিস কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতন।