অবতক খবর,৬ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে জানুয়ারি মাসে শেষে অনুষ্ঠিত হওয়া মন্তেশ্বর ব্লক পর্যায়ে বাৎসরিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের ২৬ জন সফল হওয়াছাত্র-ছাত্রী ফেব্রুয়ারি মাসে পূর্বস্থলীর মাজিদা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে কালনা মহকুমার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মন্তেশ্বর ব্লকে থেকে সফল হওয়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওই ২৬ জন ছাত্র-ছাত্রী।

ফেব্রুয়ারি মাসে কালনা মহকুমার বাৎসরিক ঞীড়া প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ের ৩৪ ইভেন্টের প্রতিযোগিতায় পড়ুয়া অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে মন্তেশ্বর ব্লক থেকে মন্তেশ্বর জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয় থেকে সাহিদ শেখ , ইয়াসিন সেখ , ফুলগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকে অর্ক বাঘ, জয়রামপুর ত্রিপল্লী বিদ্যালয় থেকে সৌমেন দাস এই চারজন রিলে রেস ইভেন্টের মহকুমা পর্যায়ের সফল হয়েছিল। কালনা মহকুমা পর্যায়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় রিলে রেস এর সফল হওয়া পড়ুয়া ছাত্রদের আজ বিকালে মন্তেশ্বর ১ নম্বর সম্পদ চক্রের অফিস সংলগ্ন স্থানে একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন মন্তেশ্বর ব্লক প্রাথমিক সম্পদ ১নম্বর চক্রের এস, আই, শ্রীপর্ণা ব্যানার্জি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ মন্তেশ্বর ১ নম্বর সম্পদ চক্রের এস আই শ্রীপর্ণা ব্যানার্জী।