অবতক খবর,৪ মার্চ,চোপড়া : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের। গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার তিন মাইল ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্র জানা গিয়েছে রাস্তা পারাপারের সময় কোন গাড়ি তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

মৃত দুই জনের নাম তাপস দাস বয়স আনুমানিক *৩৬) এবং অপর জনের নাম দিলীপ পাহাড়ি বয়স আনুমানিক (৪০)। দুজনের বাড়ি তিন মাইল রোড এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।