অবতক খবর,১৯ সেপ্টেম্বর,মালদা- মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মোট সাত জন। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মালদা জেলার গাজোল থানার আদিনা এলাকায়। আহতরা হল মৌসুমী সূত্রধর বয়স (২৬)বছর। শুভদীপ দাস বয়স(৬)বছর।নমিতা সাহা বয়স(৫০)বছর। জয়া সূত্রধর বয়স(৪৫)বছর। গণেশ সাহা বয়স (৪৫(বছর। সুকুমার সূত্রধর বয়স (৪০)বছর ও মুনমুন সূত্রধর বয়স (২১)বছর। নমিতা সাহা ও গাড়ি চালক গনেশ সাহার বাড়ি গাজোল থানার রাঙাভিটা এলাকায়। বাকি সকলের বাড়ি গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নমিতা সাহার বাড়িতে গঙ্গারামপুর থেকে সকলে ঘুরতে এসেছিল। সেইখান থেকেই গণেশ সাহার টোটোতে করে আদিনার গোলঘর এলাকায় তারা ঘুরতে বেরিয়েছিল। যাওয়ার পথেই আদিনা এলাকায় পেছনদিক থেকে একটি স্করপিও গাড়ি টোটো তে ধাক্কা মারে। এই ঘটনাই চালুকসহ মোট সাতজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়কের প্যারামেডিকেল টীম। তাদের অ্যাম্বুলেন্সে করে তরিঘরি সকলকেই উদ্ধার করে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সকলেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।