অবতক খবর,২৬ মার্চ,মালদা:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর আহত হয়েছেন আরো এক আহত চিকিৎসাধীন মালদা মেডিকেলে। মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে গতকাল গভীর রাতে মালদা জেলার গাজোল থানার এক নম্বর ব্রিজ এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের নাম সুব্রত হালদার বয়স (২৩)বছর ও আহত আহত মৃত্যুঞ্জয় বিশ্বাস। বয়স(১৮)বছর। তাদের দুজনার বাড়ি মালদা জেলার গাজোল থানার পূর্ব অনন্তপুর এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায় গতকাল বাইকে করে সুব্রত শ্বশুরবাড়ি পাকুয়া হাটের ঢুলকিমারি এলাকায় যাচ্ছিলেন দুইজনে। যাওয়ার পথে গভীর রাত গাজোলের এক নম্বর ব্রিজ এলাকায় একটি ট্রাক্টর সজোরে তাদের ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন দুইজন। গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে। রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সুব্রতর।
অবস্থার অবনতি থাকায় মৃত্যুঞ্জয়কে চিকিৎসার জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মৃত্যুঞ্জয়। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আনা হয় আজ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবারসহ গোটা গ্রামে।