অবতক খবর,২১ মার্চঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনানের বরুণদা এলাকায়। জানা গেছে কোলাঘাট মুখী একটি দীঘাগামী বাসের সামনের চাকা ব্লাষ্ট করে চলে আসে কলকাতাগামী লেনে এবং কলকাতা মুখি একটি চারচাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি। মৃত্যু হয় তিনজন আরোহীর। ঘটনাস্থলে পৌঁছায় বাগনান থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। মৃতদেহ গাড়ি থেকে বের করতে না পারায় গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার করা হয় দেহগুলি।
ABTAK EXCLUSIVE