অবতক খবর,১২ ফেব্রুয়ারি: মর্মান্তিক দুর্ঘটনা৷ ড্রেন তৈরির সময় মাটি ধ্বসে চাপা পড়ে মৃত্যু হল চার শিশুর। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া পঞ্চায়েতের চেতনাগছ এলাকায়। স্থানীয়সুত্রে জানা গিয়েছে, এদিন চেতনাগছ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার রোডে থাকা নিকাশীনালা তৈরির কাজ চলছিল। বিএসএফের তরফেই সেই কাজ করা হচ্ছিলো।এই খননকার্যের পাশেই খেলা করছিলো বেশ কয়েকজন এলাকার শিশু।

আচমকাই কাজ চলাকালীনই মাটি ধ্বসে চাপা পড়ে যায় ৪ শিশু। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। তড়িঘড়ি তাদের উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকরা। এই ঘটনায় বি এস এফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা৷ ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন বি এস এফের উচ্চপদস্থ আধিকারিকেরা৷