অবতক খবর,৫ নভেম্বরঃ হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের ওপর বড়ঞা থানার করালিতলা এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত সেতু নির্মানের কাজ শুরু করেছে জেলা পূর্ত দপ্তর।
জানা যায়,ব্রিটিশ আমলের তৈরি সেতু, দুর্বল হয়ে ছিল অনেকদিন আগেই। সেই সেতু দিয়ে ভারী যান চলাচলে,সেতুতে একাংশ ভেঙে ফুটো হয়ে গিয়েছিল। সেতুটি ভেঙ্গে যাওয়ার পর পূর্ত দফতরের তরফে একটি অস্থায়ী বিকল্প সেতু নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।এই রাস্তার দিয়ে যাতায়াত করে বিভিন্ন রাজ্যের পণ্যবাহী যানবাহন। ফলে যানবহনের অতিরিক্ত চাপে ওই সেতুর কাছে নিত্য যানজট সৃষ্টি হয়।অস্থায়ী বিকল্প সেতু নির্মাণ করা হলেও তাতে সমস্যার সুরাহা হচ্ছে না বলে দাবি পথচারীদের।
এই বিষয়ে বড়ঞা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম বলেন আমাদের কেউ এই বিষয়ে বলেনি।
বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে…..
কংগ্রেস ব্লক সভাপতি আজাদ মল্লিক বলেন বিধায়ক ও তৃণমূল নেতারা আমাদের অধীর রঞ্জন চৌধুরী এই রাস্তার জন্য আগামী ১৩ তারিখে পদযাত্রা করবেন তাই তাদের টনক লড়েছে।