অবতক খবর,২৮ জুলাই: ময়নাগুড়ির কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গ্রেফতার হলেন আরো এক। এর আগে গ্রেফতার হওয়া নারায়ণ রায়ের স্ত্রী সবিতা রায়কে পুলিশ গ্রেফতার করল। শুক্রবার রাতের দুজনের পর শনিবার আরো একজন গ্রেফতার। এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৮।
অন্যদিকে,গত বুধবার রাতে চোখের সামনে স্বামীকে বেধড়ক মারধর করে নৃশংস ভাবে হত্যার সেই দৃশ্য এখনো চোখে ভাসছে নিহত কংগ্রেস কর্মীর স্ত্রীর। শনিবার সেই আতঙ্কে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায়। শারীরিক সমস্যা এবং শ্বাসকষ্ট নিয়ে এই মুহূর্তে তিনি ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন।
ময়নাগুড়ি থানার পুলিশের তরফে এদিন তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। তবে এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল।