অবতক খবর,৩ মে: তৃণমূল দলটা মিথ্যাবাদীদের ওপর টিকে আছে। রাজনৈতিক লোক দল চালায় না। প্রাইভেট এজেন্সী দিয়ে দল চালায়। শুক্রবার সন্ধ্যায় নৈহাটী স্নোহোয়াইট মোড়ে বিজেপির সুসজ্জিত নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সুসজ্জিত অফিসে বসে তিনি কটাক্ষের সুরে জানান, মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যা তথ্য দেন।
দুটাকা দিয়ে দুহাজার টাকার গল্প হয়। ডবল ডবল চাকরি , ডবল ডবল বাড়ি হয়। তার পাশাপাশি বিজেপির একনিষ্ঠ কর্মী সৌম্যদীপ মোদক জানান অর্জুন সিং এন্টিবায়োটিক হিসেবে প্রবেশ করেছিলেন তৃণমূল কংগ্রেস দলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বাংলার থেকে উৎখাত করবে বলে তিনি আশা করেননি।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, রানা দাশগুপ্ত, গনেশ দাস, রাজকুমার ঘোষ ও সৌম্যদীপ মোদক।