অবতক খবর,২২ জানুয়ারি: বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে গ্রামীন এলাকার তৃণমূল কর্মীদের নিয়ে একটি মিছিল করা হয় অন্যদিকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের কাউন্সিলরদের নিয়ে শহরের মিছিল করা হয় একই জায়গায়।যা নিয়ে কটাক্ষ বিজেপির।
বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মন্ডল বলেন,আজকের এই মিছিল থেকে প্রমান তৃণমূলের কত গোষ্টী।যদি গোষ্ঠিকোন্দলের তথ্য মানতে নারাজ তৃণমূল শিবির।
বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন,এখানে গোষ্ঠিকোন্দলের কোন বিষয় নেই পরপর মিছিল রয়েছে।বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন,অনেক লোক তাই দুটো ভাগে এই মিছিল এখানে কোন গোষ্ঠী কোন্দলের বিষয় নেই।