অবতক খবর,১ জানুয়ারি: মমতার আর্থিক বঞ্চনার জবাব দিতে আসরে নামল বিজেপি। বুধবার সকালে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার বকেয়া টাকার দাবি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তরে সুদীপকে ক্যাগ রিপোর্ট পড়ে দেখতে বলেন প্রধানমন্ত্রী। কী আছে সেই ক্যাগ রিপোর্টে, যা দেখে কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে? কয়েক ঘণ্টার মধ্যেই সেই ক্যাগ রিপোর্ট ইতিমধ্যেই সামনে এনেছেন বিজেপির রাজ্য সভাপতি।

সুকান্ত মজুমদার উল্লেখ করেছেন, প্রায় ২ লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য।
সুকান্ত বলেন, রাজ্য সরকারকে যে কোনও প্রকল্পের কাজ শেষ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। তাতে বোঝা যায়, যে টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে। কিন্তু ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে, ১.৯৫ লক্ষ কোটি টাকার কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি।
বুধবার সন্ধে ৭ টায় তমলুকের মহাপ্রভু মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,আগামী ১০ ফেব্রুয়ারী প্রথম আগমন মহোৎসব অনুষ্ঠিত হবে তালুকের মহাপ্রভু মন্দিরে, তার প্রস্তুতি সভায় উপস্থিত হন বিরোধী দলনেতা। এবং সভাপতি শেষে সাংবাদিকদের মুখোমুখি হন