অবতক খবর,৩১ মার্চ: আজ বীজপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুবোধ অধিকারী যাবেন নমিনেশন জমা দিতে। আর সকাল থেকে তিনি সেই প্রস্তুতিই নিচ্ছেন।

আজ সকাল সকাল আমরা তার বাড়িতে গিয়ে হাজির হয়েছিলাম। সেখানে গিয়ে আমরা দেখি তিনি সকালবেলাই পান্তা ভাত নিয়ে বসেছেন।

সকালে এই পান্তা ভাত খাওয়ার কারণ জিজ্ঞাসা করতেই তিনি বলেন, “পান্তা ভাত খেলে শরীর,পেট ঠান্ডা থাকে। আমি প্রতিদিন পান্তা ভাত খেয়ে বাড়ি থেকে বের হই এবং মানুষের দুয়ারে দুয়ারে জনসংযোগ করতে যাই। এই গরমে সুস্থ থাকতে,দেহে যাতে জলের ঘাটতি না হয় সেই কারণেই আমি প্রতিদিন সকালে পান্তা ভাত খেয়ে বাড়ি থেকে বেরোই।পান্তা ভাতের জল,তিন পুরুষের বল।”

এই প্রথম তিনি প্রার্থী হয়েছেন এবং নমিনেশন জমা দিতে যাচ্ছেন। এই নিয়ে তাঁর অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করতেই, তিনি বলেন,”আজ আমি নমিনেশন জমা দিতে যাচ্ছি। যে কোন বড় পরীক্ষা দিতে গেলে তার এডমিট কার্ড আমাদের দরকার হয়। বলতে গেলে আজ আমি সেই এডমিট কার্ড নিতে যাচ্ছি। আমার পরীক্ষা হবে ২২শে এপ্রিল। আর পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২রা মে। তখন মানুষ বলবেন আমি কেমন পরীক্ষা দিয়েছি। সার্বিক উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জীর জন্য। আমি নিমিত্ত মাত্র। কিছু কিছু নেতা এমন আছেন যারা মানুষের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন আগে করেছেন। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের আগে আমি একজন সমাজসেবী। আর মানুষের সেবা করাই আমার কাজ। আমাদের তৃণমূল দল মানুষের কথা আগে ভাবে। তাই আমাদের শ্রদ্ধেয়া দিদি আমাকে প্রার্থী করে মানুষের সেবা আরো বেশি করে করার সুযোগ করে দিয়েছেন। এই অঞ্চলে প্রচুর উন্নয়ন হয়েছে বিগত এক বছরে। কিন্তু আমি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বেশ কিছু সমস্যার কথা শুনেছি। সরকার গঠনের পর সর্বপ্রথম মানুষের সেই সমস্যাগুলোর সমাধান আমি আগে করব। ব্যবসায়ীক ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করব,যাতে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হয়। এর পাশাপাশি আইন ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে যাতে মানুষ মনে করেন যে তারা সুশাসনের রয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। মানুষ স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী,বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইত্যাদি পেয়ে অত্যন্ত উপকৃত এবং তারা আবার মমতা ব্যানার্জীকেই চাইছেন।”

আজ তিনি কাঁচরাপাড়া ভুতবাগান নেতাজিনগর কলোনিতে তাঁর ৯৬ বছর বয়সী ঠাকুমা তুলসী অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশির্বাদ নিলেন। এর পাশাপাশি তিনি ভুতবাগান সন্তোষ মন্দিরে পুজো দিয়ে ঠাকুরের আশির্বাদ নিয়ে এবং স্বর্গীয় মা-বাবার ছবিতে মালা পড়িয়ে আশির্বাদ নিয়ে নমিনেশন জমা দিতে বেরোলেন।