অবতক খবর,২৯ আগস্ট,বাঁকুড়া:- পৌরসভা টেণ্ডার দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জীর ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বিষ্ণুপুর মহকুমা আদালত।
রবিবার স্থানীয় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে আদালতে তোলা হয়। সওয়াল জবাব শেষে বিচারক ঐ ঘটনার মূল অভিযুক্ত শ্যামাপ্রসাদ মুখার্জীকে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে সরকারী আইনজীবি অরুণ কুমার চ্যাটার্জী জানান।