অবতক খবর:: নদীয়া ::- করোনা মোকাবিলায় সারা দেশ জুড়ে চলছে লকডাউন । চাকুরিজীবী মানুষের খুব একটা সমস্যা না হলেও দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ খুব সমস্যার মধ্যে আছেন।

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে পশ্চিমবঙ্গ সরকারের কারা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে রাজ্যের করোনা রিলিফ ফান্ডে এক লাখ টাকা এবং তাঁর সহধর্মিনী মাননীয়া মীনাক্ষী বিশ্বাস মহাশয়া, তার পুত্র সায়ন বিশ্বাসের স্মরণে ব্যক্তিগত ভাবে আরও এক লাখ টাকা , সর্বমোট দুই লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করলেন ।এছাড়াও কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার সাধারণ মানুষদের জন্য ১০০ কুইন্টাল চাল , ২৫ কুইন্টাল খাবার আঁটা এবং ৫৫ বস্তা আলু, ২০০ কেজি ডাল,২০০০ প্যাকেট বিস্কুট বিতরণ করার জন্য প্রদান করলেন ।

বিধায়কের বিধানসভা কৃষ্ণনগর ১ নং কৃষ্ণনগর ২ নং ব্লকের বিভিন্ন জায়গায় দলমত নির্বিশেষে দলের কর্মীরা খাদ্য সামগ্রী যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দিচ্ছেন । মাননীয় মন্ত্রীর এই উদ্যোগে দিন আনা দিন খাওয়া সাধারন মানুষ ও অসংগঠিত শ্রমিক শ্রেণীর মানুষ বিশেষ ভাবে উপকৃত হবেন ।