অবতক খবর,৬ মার্চ,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:  একশ দিনের কাজের টাকা পাওয়া শ্রমিকদের, সবুজ সাথী প্রকল্পের সাইকেল পাওয়া, পড়ুয়া ছাত্র ছাত্রীদের, লক্ষী ভান্ডারের টাকা পাওয়া মহিলাদের সহ রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী নিয়ে উন্নয়নের খতিয়ান নামে একটি মিটিং অনুষ্ঠিত হয় মন্তেশ্বর বিডিও অফিসের মিটিং হলে।

এই মিটিং এ মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস জানান রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সারাবছর উপভোক্তারা পারছেন কিনা, এবং না পেলে কি করতে হবে, ও রাজ্য সরকারের উন্নয়নমুখী কি কি প্রকল্প আছে, কি কি সুবিধা পেতে পারে, তার করণীয় কি, এই সমস্ত বিষয়গুলি ,উপস্থিত উপভোক্তাদের জানিয়ে বিডিও সঞ্জয় দাস বলেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা দিতে প্রশাসনের পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে আপনাদের জন্য।

এই উন্নয়নের খতিয়ান মিটিংয়ে, উপস্থিত উপভোক্তাদের হাতে মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো একটি শুভেচ্ছা পত্র, একটি করে সার্টিফিকেট, এবং দুই এক জন পড়ুয়া ছাত্রদের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেন বিডিও সঞ্জয় দাস, ও জয়েন্ট বিডিও সোমনাথ সাউ।

এই মিটিংয়ে উপস্থিত ছিলেন, বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, ও ব্লকের অন্যান্য দপ্তরের আধিকারিকরা সহ ব্লকের বিভিন্ন স্কুলের ১০ জন, ছাত্র-ছাত্রী, লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা প্রাপ্ত উপভোক্তারা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপ্ত উপভোক্তারা।